যেভাবে আম ও লিচুর ফলঝরা রোধ করবেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৫ জুন ২০১৮

এখন আম-লিচুর মৌসুম। এসময় আম ও লিচু গাছে নানাবিধ সমস্যা দেখা যেতে পারে। এর মধ্যে ফলঝরা রোগটি বিশেষভাবে উল্লেখযোগ্য। চাষিরা আম ও লিচুর ফলঝরা সমস্যা নিয়ে অনেক চিন্তায় থাকেন। তবে ফলঝরা রোধে কিছু করণীয় রয়েছে। আসুন জেনে নেই কী করতে হবে ফলঝরা রোধ করতে-

১. বর্ষার শুরুতে বা শেষে প্রতিটি গাছের গোড়ার মাটি ভালোভাবে খুড়ে বয়সভেদে সার দিতে হবে।
২. দুপুর বেলা (সূর্য ঠিক মাথার উপর) গাছের নিচে যতটুকু ছায়া পড়ে ততটুকু জায়গায় সার দেবেন।

৩. ফলঝরা রোগে আক্রান্ত আম ও লিচু গাছের গোড়ায় অবশ্যই বোরণ প্রয়োগ করতে হবে।
৪. ফল যখন মোটর দানার মতো থাকে; তখন মাটিতে রস না থাকলে সেচের ব্যবস্থা করতে হবে।
৫. প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ৫-৭ দিন পর পর ২-৩ বার বোরণ স্প্রে করতে হবে।
৬. একই হারে যে কোনো ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
৭. মাছিপোকার আক্রমণে ফল ঝরে গেলে প্রতি বিঘার জন্য ১০-১২টি সেক্স ফেরোমন ব্যবহার করবেন।
৮. কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগের ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টি হলে আবার স্প্রে করতে হবে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।