হারিয়ে যাচ্ছে ঢেমসি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৩ জুন ২০১৮

ঢেমসি একটি দানাদার ফসল। এটি একটি উত্তম খাবার। দুর্ভাগ্য হলেও সত্য যে, বহু আগে আমাদের দেশে এর চাষাবাদ হলেও কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। তবে দেশের কোথাও কোথাও চাষাবাদ হচ্ছে বলে জানা গেছে।

পরিচয়
ঢেমসি একটি দানাদার ফসল। এর ইংরেজি নাম বাক হুইট।

উপাদান
এর চাল এবং আটাতে আছে অতিমাত্রায় প্রোটিন, মিনারেল এবং ফাইবার। এতে আরো রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিংক, ভিটামিন (বি১, বি২, বি৩, বি৬, বি১২) ও সেলেনিয়ামসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান।

dhemsi

উপকার
ঢেমসির চাল বা আটা খেলে ডায়াবেটিক, ব্লাড প্রেসার, অ্যাজমা, হার্টের রোগের ঝুঁকি কমে বা নিরাময় হয়।

হারানোর কারণ
ঢেমসি হারিয়ে যাওয়ার কারণ হলো- উচ্চ মূল্যের ফসলের আর্বিভাব, খাদ্যাভাসের পরিবর্তন, সর্বোপরি কৃষকের ন্যায্যমূল্য না পাওয়া।

dhemsi

কদর
পৃথিবীর বহু উন্নত দেশ যেমন চীন, জাপান, আমেরিকাসহ বিভিন্ন দেশে ঢেমসির কদর অনেক বেশি। সে সব দেশে চাষাবাদ, প্রসেসিংসহ নানাবিধ পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সরকার।

আশার আলো
নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশের পঞ্চগড় জেলার বোদা উপজেলার কৃষক উপেন বাবু কৃষি বিভাগের তদারকিতে ঢেমসির চাষাবাদ করছেন। তা এ উপজেলায় সম্প্রসারণের জন্য কৃষি বিভাগ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।