একজোড়া তরমুজের দাম ২৫ লাখ টাকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৭ জুন ২০১৮

জাপানের সংস্কৃতিতে তরমুজ সেখানকার ঐতিহ্য বহন করে। তাই জাপানে তরমুজের বিশেষ গুরুত্ব রয়েছে। ফলে উন্নত জাতের একজোড়া তরমুজ বিক্রি হয়েছে ৩২ লাখ ইয়েন মূল্যে! যা বাংলাদেশি টাকায় ২৪ লাখ ৭৬ হাজারেরও বেশি।

জানা যায়, ফলের মৌসুমে দামি ফল বেচাকেনা শুরু হয় জাপানে। তখন উচ্চবিত্তরা সামাজিক অবস্থান ও সম্মান বজায় রাখতে দামি ফল খোঁজেন। আর তাই বিক্রেতারাও তাদের কথা মাথায় রেখে দোকান সাজাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফল সংগ্রহ করেন।

melon-in-(1)

> আরও পড়ুন- ঘাসেই মিললো কোটি টাকা!

তারই সূত্র ধরে, উত্তর হক্কাইদোর সাপ্পোরো সেন্ট্রাল পাইকারি বাজারে মৌসুমের প্রথম ‘ইউবারি তরমুজ’ নিলামে ওঠে। স্থানীয় একটি ফ্রুট প্যাকিং ফার্ম সর্বোচ্চ দাম দিয়ে কিনে নেয় দুটো তরমুজ।

melon-in-(2)

সূত্র আরও জানায়, মে মাসের প্রথম থেকেই ইউবারি তরমুজের ভালো ফলন হয়েছে। এটি স্মুথি বানানোর জন্য সবচেয়ে ভালো উপাদান। এর বৃন্তের আকৃতি ইংরেজি ‘টি’র মতো। এ তরমুজ সাধারণত অলঙ্কৃত বাক্সে বিক্রি করা হয়। এছাড়া জাপানে সাধারণ ফলের দামও অনেক বেশি। সেখানে একটি আপেল কিনতে হয় ৩ ডলারের বিনিময়ে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।