নওগাঁয় বাড়ির ছাদে বাগান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৪ মার্চ ২০১৮

শখের বশে বাড়ির ছাদে ফল ও সবজির বাগান করেছেন আহসান হাবিব রতন। নওগাঁ শহরের সুলতানপুর এলাকায় বাড়ির ছাদে শোভা পাচ্ছে তার শখের বাগান। ছাদে বাগান করে তিনি যেমন মনে আনন্দ পাচ্ছেন; তেমনি বিশুদ্ধ শাক-সবজি ও ফল পাচ্ছেন।

media

কৃষি ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছেন আহসান হাবিব রতন। শখের বশে বাড়ির ছাদে লাগিয়েছেন ফুল, ফল ও সবজির বাগান। প্রথমে বাড়ির ছাদে টবে ফুল গাছ লাগান তিনি। বাগান বাড়াতে একবছর আগে বগুড়া থেকে কমলা গাছ এনে ১০টি ড্রামে রোপণ করেন। এখন সেই গাছে কমলা ধরেছে। শুধু কমলাই নয়; ছোট-বড় টবে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের থাই জাম্বুরা, স্ট্রবেরি, পেয়ারা, জলপাই, কামরাঙ্গা, করমচা, অ্যালোভেরা, গোলাপ, গাধা ফুল ও ফলের ৮০ রকমের গাছ।

media

আহসান হাবিব রতন বলেন, ‘ছাদ বাগানের গাছের গোড়ায় ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করি। এছাড়া তিন মাস পর পর পরিচর্যা করা হয়। এতে ছাদে বাগান করা খুবই লাভজনক। বাড়িতে আত্মীয়-স্বজন এলে বিশুদ্ধ ফল খাওয়াতে পারি। প্রতিবেশীরাও বাড়ির ছাদে বাগান করার জন্য বিভিন্ন পরামর্শ নিয়ে যাচ্ছেন।’

media

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেন, ‘বাড়ির ছাদকে ফেলে না রেখে বিভিন্ন ধরনের শাক-সবজি ও ফলের আবাদ করা সম্ভব। এতে কীটনাশকমুক্ত ফল উৎপাদন করা সম্ভব। বাড়ির ছাদে বাগান করতে কৃষি উপ-সহকারী কর্মকর্তারা সহযোগিতা করবেন। এছাড়া কৃষি বিভাগের ওয়েবসাইট থেকেও অনেকে জানতে পারবেন।’

আব্বাস আলী/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।