কিভাবে ডিম পাড়া হাঁস পালন করবেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫২ পিএম, ১০ মার্চ ২০১৮

হাঁসকে প্রধানত মুক্ত অবস্থায়, আধাছাড়া অবস্থায় এবং ফার্মে আবদ্ধ অবস্থায় পালন করা যায়। গ্রামাঞ্চলে প্রধানত মুক্ত অবস্থায় হাঁস পালন করা হয়। মূলত পুরুষ হাঁসের চেয়ে ডিম পাড়া হাঁসের কদর অনেক বেশি। তাই জেনে নিন ডিম পাড়া হাঁস পালনের নিয়ম-

হাঁসের ঘর
হাঁস সারা দিন পুকুর, নালা, ডোবার পানিতে সাঁতার কাটে। রাতে বাসায় ফিরে আসে। সে জন্য হাঁসের ঘর প্রয়োজন। সে ক্ষেত্রে ১২ ফুট লম্বা ও ৬ ফুট প্রস্থ ঘরে ৫০-৬০টি হাঁস পালন সম্ভব।

duck-in1

হাঁসের খাবার
হাঁস মোটামুটি সব খাবারই হজম করতে পারে। তাই এর খাদ্য নিয়ে তেমন সমস্যা হয় না। উপাদান হিসেবে প্রতিটি হাঁসের জন্য গম বা ভুট্টা ভাঙা ৪৫ গ্রাম, চাউলের কুঁড়া ১২ গ্রাম, খৈল ( চিনাবাদাম, তিল) ১২ গ্রাম, শুঁটকি মাছের গুঁড়া ১০ গ্রাম, গমের ভূষি ১৫ গ্রাম, হাড়ের গুঁড়া ৫ গ্রাম, লবণ ০.৫ গ্রাম এবং খনিজ মিশ্রণ ০.৫ গ্রাম।

duck-in1

উল্লেখিত খাবারের উপাদান পরিমাণমতো নিয়মিত খাওয়ালে ডিম পাড়া হাঁস পালন আপনার জন্য লাভজনক হিসেবে বিবেচিত হবে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।