মিরসরাইয়ের পাহাড়ে চাষ হচ্ছে থাই সফেদা

এম মাঈন উদ্দিন
এম মাঈন উদ্দিন এম মাঈন উদ্দিন , উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১২:২০ পিএম, ২২ মার্চ ২০২৫
থোকায় থোকায় ঝুলছে থাই সফেদা, ছবি: জাগো নিউজ

চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে চাষ হয়েছে থাই সফেদা। তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ তার বাগানে এ ফলের চাষ করেছেন। গত ৩ বছর ধরে গাছে ফল আসছে। এবার তিনি বাজারে বিক্রিও করেছেন। ভিনদেশি সফেদা চাষ করে সফলতা পেয়েছেন তিনি। চারা লাগানোর ৩ বছরের মাথায় গাছে ধরেছে সফেদা। উঁচু-নিচু পাহাড়ের গাছে থোকায় থোকায় ঝুলছে থাই সফেদা। নির্জন গহীন পাহাড়ে বিদেশি এ ফল প্রথমবার দেখে অবাক হচ্ছেন অনেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, মিরসরাইয়ে প্রথমবারের মতো থাই সফেদা পরীক্ষামূলক চাষ করে সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ। ২০২২ সাল থেকে গাছে ফলন আসতে শুরু করেছে। আগামীতে তিনি চাষের পরিধি আরও বাড়ানোর পাশাপাশি চারাও বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

মিরসরাইয়ের পাহাড়ে চাষ হচ্ছে থাই সফেদা

জোহরা এগ্রো ফামর্স অ্যান্ড নার্সারিতে গিয়ে দেখা গেছে, ওমর শরীফের এ বাগানে আছে অনেক দেশি-বিদেশি ফলের গাছ। আছে বিদেশি অ্যাভোকাডো, মিয়াজাকি (সূর্যডিম) কিউজাই, ব্যানানা ম্যাংগো, ইন্দোনেশিয়ান ব্রুনাই কিং, কিং অব চাকাপাত, আলফেনসো, আলফানচুন এবং থাই ব্যানানা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়াও আছে দারচিনি, লবঙ্গ, পুলসান, রাম্বুটান, আপেল, তেঁতুল, থাই সফেদা, চেনাক ফ্রুট, থাই বেরিকেডেট মাল্টা, বারোমাসি মাল্টা, চাইনিজ কমলা, দার্জিলিং কমলা, চায়না-৩ লিচু, লটকন, ভিয়েতনাম নারিকেল এবং শ্রীলঙ্কান নারিকেল।

মিরসরাইয়ের পাহাড়ে চাষ হচ্ছে থাই সফেদা

জোহরা এগ্রো ফামর্স অ্যান্ড নার্সারির মালিক মো. ওমর শরীফ বলেন, ‘২০১৯ সালে থাই সফেদার ৪০০ গাছের চারা সংগ্রহ করে লাগানো হয়। কিন্তু আগুনে সব গাছ পুড়ে যায়। মাত্র ৮-১০টি গাছ বেঁচে যায়। সেগুলোয় এখন ফল দিচ্ছে। প্রতিটি গাছে ৫০-৬০ কেজি ফলন এসেছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের দেওয়ার পর কিছু ফল বাজারে বিক্রি করেছি। আগামীতে ফলন আরও বাড়তে পারে। এ সফেদা যেমন মিষ্টি; তেমন সুস্বাদু। প্রথমে ফল আসে একটু কম। এখন ভালো ফলন এসেছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘সফেদা খুব ভালো একটি ফল। এতে আছে প্রচুন আয়রন। যা গর্ভবতী ও শিশুদের জন্য খুবই উপকারী। মস্তিষ্কের গঠনে এ ফলের জুড়ি নেই। তরুণ উদ্যোক্তা ওমর শরীফের বাগানে দেশি-বিদেশি অনেক ফল গাছ আছে। তার মধ্যে থাই সফেদা অন্যতম। ওমর শরীফের বাগানে গিয়ে দেখে আসবো।’

এম মাঈন উদ্দিন/এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।