৭ খুন মামলা : ১৩ আসামির মালামাল ক্রোকের নির্দেশ


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৫ আগস্ট ২০১৫

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের ৮ সদস্যসহ পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সেই সঙ্গে ওই সকল আসামিদের অস্থাবর মালামাল ক্রোকের নির্দেশও দিয়েছেন আদালত। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী ধার্য তারিখে পলাতক ১৩ আসামির মালামাল জব্দের নির্দেশনার বিষয়ে পুলিশকে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত। শুনানিকালে সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এমএম রানাসহ চার্জশিটে অভিযুক্ত ও গ্রেফতারকৃত ২২ আসামি উপস্থিত ছিল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ও এসআই গোলাম হোসেন গ্রেফতারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এদিকে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি অভিযোগ করেছেন, তিনি ও তার পরিবারের সদস্য এবং স্বজনেরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। চার্জশিট থেকে বাদ পড়া এজাহারভুক্ত আসামিরা বিচার বাধাগ্রস্ত করতে তার স্বজনদের হয়রানি ও নির্যাতন করছেন। তার স্বজনদের বিরুদ্ধে ৩টি মিথ্যা মামলাও দায়ের করেছেন।

৭ খুনের মামলার বাদী পক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ৮ জুলাই শুনানিতে চার্জশিটের বিরুদ্ধে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটির ‘না রাজী’ আবেদন খারিজ করে দেন আদালত।

পরে গত ২১ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এর আদালতে রিভিশন মামলা দায়ের করেন বিউটি। আগামী ৯ আগস্ট রিভিশন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন বিচারক। যে কারণে বুধবার বিকল্প নথিতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। আমরা আদালতে নূর হোসেনসহ পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের আবেদন জানিয়েছি।

মো. শাহাদাৎ হোসেন/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।