৬৫ ঊর্ধ্ব মুক্তিযোদ্ধাদের সম্মানী ১০ হাজার টাকা


প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৪ জুন ২০১৫

৬৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স এমন মুক্তিযোদ্ধাদের সম্মানী বাড়াবে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা জানান।

মুহিত বলেন, সরকার মুক্তিযুদ্ধাদের কল্যাণে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। তাদের পরিবারের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভিআইপির মর্যাদা দিয়েছে সরকার। তাদের জন্য আবাসন করা হচ্ছে।

অর্থমন্ত্রী বক্তৃতায় বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হচ্ছে। তবে আম আমি আনন্দের সঙ্গে বলতে চাই, যেসব মুক্তিযোদ্ধাদের বয়স ৬৫ বছর ছাড়িয়ে গেছে, তাদের ভাতা পাঁচ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হবে।

এসএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।