১৫ আগস্টের আগে আ.লীগ নিজেরাই যুদ্ধ করেছিল : নাসিম


প্রকাশিত: ১০:০৬ এএম, ০৫ আগস্ট ২০১৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেছিল বলে মোসতাকরা বেঈমানি ও বিশ্বাসঘাতকতা করার সুযোগ পেয়েছে।’

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ কামাল-এর ৬৬তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আবারো যদি আমরা প্রতিপক্ষকে দূর্বল মনে করে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করি তাহলে আমাদের সামনে বিপদ আসবে। আমাদের সামনে কোনো সুখের দিন নেই। অত্যন্ত কঠিন দিন আসছে। সুযোগ সন্ধানীদের দলে জায়গা দিও না। এরা এসে তোমাদের সঙ্গে থাকবে। কিন্তু যদি কখনো রাসেল স্কয়ারে যেতে হয় তাদের পাওয়া যায় না। যারা ছিল তারাই থাকবে। দল বড় করার দরকার নেই। ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের দলে রাখতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনা যে যুদ্ধ শুরু করেছেন, সেই যুদ্ধে শেখ হাসিনার পিছনে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই মনে রাখতে হবে। আমরা এমন কোন কাজ করবো না যাতে সরকারের দুর্নাম হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য পরিস্কার এর মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব নাই। শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। আমরা চাই সেই নির্বাচনে বিএনপিসহ সকল দল আসুক।

তিনি বলেন, আমি বিশ্বাস করি বেগম জিয়ার দল আগামী নির্বাচনে আসবে। কারণ তার কাছে কোন বিকল্প নেই। দল যদি টিকিয়ে রাখতে হয়। রাজনীতি করতে হয়, তাহলে নির্বাচনে আসা ছাড়া তার (খালেদা) কোন বিকল্প নেই। যে যত কথাই বলুক। যত দাবিই তুলুক। হুমকী দিক কোনো লাভ হবে না।
 
বিএনপিকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত হন। দেখবো জনগণ কাকে সমর্থন করে।
 
সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস্য র আ ম উবাদুর মোক্তাদির চৌধুরী প্রমুখ।

এএস/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।