হাজার ভোটের ব্যবধানে জিতলেন টিউলিপ


প্রকাশিত: ০৪:০৭ এএম, ০৮ মে ২০১৫

গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনের সাধারণ নির্বাচনে তৃতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।

এবারে ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ড. রূপা হক ইতিমধ্যে ৩৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফলাফলে জানা গেছে, ৪৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টিউলিপ। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৩ হাজার ৯শ ৭৭। অপরদিকে, টিউলিপের নিকটতম প্রতিদ্ব›দ্বী সায়মন মার্কাস পেয়েছেন ৪২ শতাংশ ভোট। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৪২ হাজার আটশ ৩৯।

লেবার পার্টির হয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক (৩৩) নির্বাচিত হয়েছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। ২৩ বছর ধরে লেবার পার্টির দখলে রয়েছে এ আসনটি। কিন্তু ২০১০ সালের পার্লামেন্ট নির্বাচনে লেবারদলীয় প্রার্থী গ্গ্নেন্ডা জ্যাকসন অনেকটা হারতে হারতেই মাত্র ৪২ ভোটে জিতে যান এ আসনে। এ কারণেই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবার এ আসনটিকে টার্গেট সিট বানিয়েছিল। টিউলিপের এ আসনটি ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ বাঙালি অধ্যুষিত।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।