স্বাধীনতাযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের তালিকা হচ্ছে : গওহর রিজভী


প্রকাশিত: ০৯:২০ এএম, ০৫ জুন ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের তালিকা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, স্বাধীনতার সময়ে ভারতের সেনাবাহিনীর প্রায় ১৫ থেকে ১৮শ’ সদস্য নিহত হয়েছেন।

গওহর রিজভী বলেন, নিহত এসব সেনাদের তালিকা করা হচ্ছে। তাদের সবাইকে আমরা সম্মান জানাবো। পাশাপাশি ওই সময়ে বাংলাদেশের যেসব মুক্তিযোদ্ধা ভারতে মারা গেছেন, তাদের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে এসে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে সকালে ‘ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তি অনুমোদন বাংলাদেশ ভারত বন্ধুত্বের যুগান্তকারী সাফল্য’ শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গওহর রিজভী আরো বলেন, নিহত ওই সব মুক্তিযোদ্ধার একটি তালিকা তৈরিতে গত কয়েক বছর ধরে চুলচেরা বিশ্লেষণ চলছে। এ বিষয়ে একটি চুক্তিও সম্পাদন হবে মোদির সফরে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।