সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন দলবির সিং


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৫ জুন ২০১৫

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন সফররত ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল দলবির সিং। সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে সেনা সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে দুই সেনাপ্রধান দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।


এর আগে সোমবার বিকেলে ৪টা ৫৮ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকা আসেন এই জেনারেল। তাকে বহন করা বিমানটি কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মাহফুজুর রহমান।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বলছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার আমন্ত্রণে দু’দিনের সফরে ঢাকায় এসেছেন দলবির সিং।


বৃষ্টিতে ভিজে শিখা অনির্বাণে শ্রদ্ধা
সোমবার ঠিক ৫টা ২০ মিনিট। ভারতীয় সেনাপ্রধানকে বহন করা গাড়ি বহরটি এসে পৌঁছায় সেনানিবাস এর শিখা চিরন্তনে। শিখা চিরন্তনে পৌঁছে তিনি মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনী বিভাগের শহীদদের শ্রদ্ধা জানাতে দাঁড়ানোর এক মিনিটের মধ্যে শুরু হয় বৃষ্টি। তবে আগে থেকে প্রস্তুত রাখা হয় ছাতা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ছাতা ধরতে যাওয়া হলে তাতে সম্মতি দেননি দলবির সিং। ফলে বৃষ্টিতে ভিজে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান এই সেনাপ্রধান।

গার্ড অব ওনার
শিখা অনির্বান থেকে দলবির যান সেনাকুঞ্জে। সেখানে তাকে গার্ড অব ওনার দেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। তখনও বৃষ্টি হচ্ছিল। সেখানে তিনি একটি গাছের চারা রোপন করেন।


আইএসপিআর বলছে, আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭২তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্স এবং ৪৩তম বিএমএ স্পেশাল কোর্সের ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করবেন।


একই দিনে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।


জেনারেল দলবির সিং, পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি ১৯৫৪ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ২৬তম ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে গত বছরের ৩১ জুলাই দায়িত্বভার গ্রহণ করেন।


এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।