সালাহউদ্দিনের বিষয়ে খোঁজ নিচ্ছেন ভারতীয় হাইকমিশনার


প্রকাশিত: ০১:০০ পিএম, ১২ মে ২০১৫

বিএনপি যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি হাসপাতালে সন্ধান মেলার বিষয়ে খোঁজ নিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। মঙ্গলবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বিষয়টির সত্যতা জানতে চাওয়া হয়েছিল, আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।’

এর আগে ভারত সরকারের প্রতিশ্রুত ২০০ মিলিয়ন ডলার ঋণের শেষকিস্তি ১৫ মিলিয়ন ডলারের চেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেন তিনি।

বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ভারতের মেঘালয় থেকে ফোন দিয়েছেন বলে দাবি করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। মঙ্গলবার দুপুরে নিজের গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

তিনি বলেন, দুপুরের আগে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স হাসপাতালের কর্তৃপক্ষ তাকে ফোন দিয়ে জানান- সালাহউদ্দিন আহমেদ সেখানে চিকিৎসাধীন আছেন এবং তিনি কথা বলতে চান। এ সময় বেশ কিছুক্ষণ তিনি সালাহউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।