সালাহউদ্দিনকে দ্রুত ফিরিয়ে এনে তদন্ত করা হবে
আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুতই বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে এনে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সকালে রাজধানীর তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সালাহউদ্দিন সাহেব আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন স্থান পরিবর্তন করছেন এটা এখন প্রমাণিত হলো। তার নামে বেশ কয়েকটি মামলা আছে, তাই দেশে যখন আসবেন তখন আইনি প্রক্রিয়া শুরু হবে। উনি এখন ভারতে আছেন এবং সেখানেও তার একটি মামলা আছে। তাই ভারত সরকারের আইনি প্রক্রিয়া শেষে এখানে তিনি আসবেন। তখন আমরা আমাদের প্রক্রিয়া অনুযায়ী কাজ করবো।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কাগজপত্র পেলেই কাজ শুরু করবে। আমরা এখনো আনুষ্ঠানিক ভাবে কিছুই পাইনি, যা জেনেছি তা কেবল মৌখিক। তিনি ভিআইপি হলেও এখানে আইনের কোন ব্যত্যয় ঘটবে না।
# স্বামীকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান হাসিনা
এসএইচএস/আরএস/আরআই