সারাদেশে গাড়ির গতিসীমা সর্বোচ্চ ৮০


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১০ আগস্ট ২০১৫

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সকল সড়কে যানবাহনের সর্বোচ্চ গতিবেগ হবে আশি কিলোমিটার। আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে মহাসড়কেই নয় মহাসড়কের আসপাশেও পশুর হাট বসানো যাবে না।

সোমবার রাজধানীর ইজ্ঞিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৩তম সভায় এসব সিদ্ধান্তের কথা জানান তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র সাঈদ খোকন, ডিএমপি কমিশনার ও আন্ত:মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তরা।

সড়ক পথে জাতীয় সড়ক নিরাপত্তা বিষয়ক ৫২টি সুপারিশ পর্যালোচনার পর যোগাযোগমন্ত্রী সিদ্ধান্তে বলেন, মহাসড়কগুলোতে যেভাবে অটোরিকশা নসিমন করিমন বন্ধ করা হয়েছে একইভাবে ত্রুটিপূর্ণ যানবাহনও বন্ধ করা হবে।

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে মহাসড়কেই নয় মহাসড়কের আশপাশেও পশুর হাট না বসানোর বিষয়ে মন্ত্রী মেয়রদের সহযোগিতা কামনা করেছেন।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।