সামনে আরও ভাল কিছু করতে চাই : মুস্তাফিজ


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৮ আগস্ট ২০১৫

প্রায় চার মাস পর ঘরে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। নিজ এলাকায় ফিরে নিজের অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশ দলের এই নবীন তারকা। আগামীতে আরও দারুণ কিছু করার প্রত্যয় জানালেন এই টাইগার।

ক্রিকেট বিশ্বের নতুন বিস্ময় বালক সাতক্ষীরার কৃতি সন্তান মুস্তাফিজুর রহমানকে শনিবার সাতক্ষীরা সার্কিট হাউজে  সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মুস্তাফিজ বলেন, সাতক্ষীরাবাসীর দোয়া ও আশীর্বাদে আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। সুযোগ পেলে সামনে আরও ভাল কিছু করতে চাই।

সাতক্ষীরা থেকে অনেক তারকাই জাতীয় দলে খেলেছে। বাংলাদেশের আরেক তরুণ তুর্কি সৌম্য সরকারও একই জেলার সন্তান। আগামীতে এই জেলার আরও খেলোয়াড় জাতীয় দলে খেলবে এমন আশাবাদ জানিয়ে বলেন মুস্তাফিজ বলেন, এ পর্যন্ত জাতীয় দলে সাতক্ষীরা থেকে তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছে। আমি আশা করি সামনে আরও অনেক খেলোয়াড় সাতক্ষীরা থেকে সুযোগ পাবে।

মুস্তাফিজ সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছানোর পর জেলা প্রশাসক নাজমুল আহসান জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা শেষে মুস্তাফিজ তার গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন।

আরটি/এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।