শোকার্ত গুলশানে কান্নার রোল


প্রকাশিত: ০৭:৪১ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

খালেদা পুত্র আরাফাত রহমান কোকাের মরদেহ গুলশান কার্যালয়ে আসার পর থেকেই কান্নার রোল পড়েছে কার্যালয় জুড়ে। কান্না জড়িত কন্ঠে এখানে সবার মুখেই উচ্চারিত হচ্ছে "লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যয়ালিমিন।

মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে কোকোর লাশ আসার পর থেকেই শোকে বাতাস ভারী হয়ে গেছে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়। একদিকে হাফেজদের উচ্চস্বরে কোরান তিলাওয়াত অন্যদিকে হারানোর বেদনার নিকটাত্মাীয়দের কান্নার চিৎকার। সব মিলিয়ে মরদেহ আসার পর থেকে শোকে পাথর হয়ে গেছে কার্যালয়টি।

অালিম মেডিকেল সার্ভিস পরিবহনে মরদেহটি গুলশানে পৌছার পর থেকেই গত কয়েকদিনের চলমান পরিবেশ যেন পরিবর্তন হয়ে গিয়েছে। কার্যালয়ের সামনে অবস্থানরত নেতাকর্মীদের মুখে কোন কথা নেই। স্বজন হারানোর বেদনায় যেন পাথর হয়ে গেছে গুলশানের সেই উচ্ছসিত কার্যালয়টি।

এদিকে সকাল থেকেই গুলশানে খালেদা জিয়ার সব নিকটাত্মীয়তরা প্রবেশ করেছেন। এছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীরাও গুলশানে খালেদা জিয়াকে শান্তনা দেয়ার চেষ্টা করছেন।

এমএম/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।