রিভলবার ও পিস্তলের দাম বাড়ছে
২০১৫-১৬ অর্থ বছরের অর্থ বিলে রিভলবার ও পিস্তলের উপর কর বাড়ানোর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের বাজেটে রিভলবার ও পিস্তল ক্রয়ের ক্ষেত্রে ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থ বছরের নতুন বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা জানান।
প্রসঙ্গত, গত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে রিভলবার ও পিস্তল ক্রয়ের ক্ষেত্রে সম্পূরক কর ছিল ১০০ শতাংশ। এবার তা বেড়েছে ৫০ শতাংশ। আগে একশ টাকার একটি পিস্তলের দাম ছিলো করসহ ২০০ টাকা। বর্তমানে একটি পিস্তলের দাম পড়বে ২৫০ টাকা।
এডি/এআরএস/আরআই