রাকিব হত্যার কথা স্বীকার করলেন বিউটি বেগম


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৭ আগস্ট ২০১৫

খুলনায় শিশু রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করছেন মামলার অন্যতম আসামি বিউটি বেগম। শুক্রবার বিকেলে মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দেয় তিনি।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বিকেল এ তথ্য জানান। তবে স্বীকারোক্তিতে কি কি তথ্য জানিয়েছেন কাগজপত্র হাতে না আসা পর্যন্ত জানানো সম্ভব নয় বলেও জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরির্দশক (এসআই) কাজী মোস্তাক আহম্মদ জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাকিবকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বিউটি বেগম। পরে মহানগর হাকিম আদালতে নেয়ার পর সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বিউটি বেগম।

পুলিশের একটি সূত্র জানায়, রিমান্ডের প্রথম দিন বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ত থাকার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ঘাতক মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফের মা বিউটি বেগম। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না বলেও বার বার দাবি করেন। পরে ঘটনাস্থলে গিয়েও তিনি কিছু দেখতে পাননি বলে জিজ্ঞাসাবাদে জানান।

তবে রিমান্ডের দ্বিতীয় দিন শুক্রবার জিজ্ঞাসাবাদে মুখ খোলেনি তিনি। এ সময় তিনি হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা তা জানাতে অপরাগতা প্রকাশ করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে বিউটি বেগম হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ড সম্পর্কেও তিনি গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৩ আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে নির্মমভাবে শিশু রাকিবকে হত্যা করা হয়।

আলমগীর হান্নান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।