যে কারণে বিধ্বস্ত হলো বিমানটি


প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৪ মার্চ ২০১৫

ফ্র্রেঞ্চ আল্পস-এ বিধ্বস্ত জার্মানউইং এ৩২০ ঠিক কী কারণে এই দুর্ঘটনার মুখে পড়লো তা নিয়ে গবেষণায় ব্যস্ত উড়াল বিশেষজ্ঞরা। এরইমধ্যে বেশ ক’টি অনুমানও তারা হাজির করেছেন, যার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য কারণ হিসেবে মনে করা হচ্ছে বিমানের সেন্সর হিমায়িত হয়ে যাওয়া।

ধারণা করা হচ্ছে, এয়ারবাস এ৩২০ যেহেতু হাইড্রলিকের বদলে অনবোর্ড কম্পিউটিং প্যানেলের ওপর নির্ভরশীল ছিল, সুতরাং সেন্সর বাধাগ্রস্ত হওয়াই সম্ভবপর কারণ হতে পারে। এ ধরণের বিমানগুলো বেশ আধুনিক এবং হালকা হয়ে থাকে এবং এদের বলা হয় ‘ফ্লাই বাই অয়্যার’ বিমান।

সেন্সর হিমায়িত হওয়ার ক্ষেত্রে কী ঘটতে পারে, তারও একটি ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ধরণের ঘটনায় মিনিট খানেকের মধ্যে বিমানটি হাজার মিটার নিচে নেমে আসতে পারে। বিমানের ক্রুরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন এসময়।

বাতাসের চাপ হঠাৎএকেবারে নেমে গেলেও অবশ্য এমনটি ঘটতে পারে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই বিমানের ক্ষেত্রে নেমে আসার সময়টিতে হয়তো ক্রুরা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, অক্সিজেনের ঘাটতিতে যা খুবই স্বাভাবিক। ফলে পরবর্তীতে নিয়ন্ত্রণ ফেরানোর আর কোনো উপায়ই থাকেনি।

রাডারের বিভিন্ন ছবি পরীক্ষা করেও বিশেষজ্ঞরা বিমানের হঠাৎ নিম্নমুখী অবতরণের প্রমাণ পেয়েছেন।

তবে, এসবই এখন পর্যন্ত অনুমানের পর্যায়ে রয়েছে। সঠিক কারণ জানতে আরো কিছু সময় লাগবে বলে জানিয়েছেন উড়াল বিশেষজ্ঞরা।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।