যাকাতের পোশাক বিতরণে পুলিশের সহযোগিতা নেয়ার অনুরোধ


প্রকাশিত: ০২:২৬ পিএম, ১০ জুলাই ২০১৫

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণে যে কোন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনে স্থানীয় পুলিশের সহযোগিতা নিতে যাকাত প্রদানকারীর প্রতি অনুরোধ জানিয়েছে।

শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজায় যাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণের সময় প্রায়শই দুর্ঘটনায় অনেক লোক হতাহতের ঘটনা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিহারে স্থানীয় পুলিশের সহযোগিতা নিতে পরামর্শ দেয়া হয়েছে।

পুলিশ প্রশাসনকেও এ ধরণের বিতরণ কাজে সহযোগিতা করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে এসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করছে। শুক্রবার এ ঘটনায় প্রায় ২৪ জন মৃত্যুবরণ করেন।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।