ম্যাজিস্ট্রেটরা কামারুজ্জামানের কাছে যাননি : দাবি পরিবারের


প্রকাশিত: ১২:০১ পিএম, ১১ এপ্রিল ২০১৫

কারাফটক থেকে জসীম উদ্দীন ও শফিকুল ইসলাম

মানবতাবিরোধী অপরাধে মুত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের সঙ্গে শুক্রবার কোনো ম্যাজিস্ট্রেট দেখা করেননি বলে দাবি করেছেন তার বড় ছেলে হাসান ইকবাল।

শনিবার কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বেরিয়ে যাবার সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।
 
হাসান ইকবাল বলেন, ‘আমার বাবার সঙ্গে শুক্রবার কোনো ম্যাজিস্ট্রেট দেখা করেননি। ম্যাজিস্ট্রেটদের দেখা করার কথা সম্পূর্ণ মিথ্যা। বাবা আমাদের এটি জানিয়েছেন।’

তিনি বলেন, তার বাবা ‘জালিম’ সরকার ও ‘মুনাফেক’ বিচারকের কাছে ক্ষমা চাইবেন না। যারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে।
 
হাসান ইকবাল বলেন, তার বাবা মানসিকভাবে শক্ত আছেন। দৃঢ় আছেন।
 
উল্লেখ্য, শনিবার বিকেল ৪টা ৫ মিনিটে ২৪ সদস্যের একটি দল কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে যান। তারা ৫টা ১০ মিনিটের পর কারাগার থেকে বেরিয়ে আসেন।

# বাবার সঙ্গে সাক্ষাৎ হলো না কামারুজ্জামানের দুই ছেলের

জেইউ/এসআই/এএইচ/একে/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।