মেঘনায় নৌকাডুবি : উদ্ধার ৭ মরদেহ


প্রকাশিত: ০৫:১০ এএম, ২৯ মে ২০১৫

নরসিংদীর মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরো ৬ জনের মরদেহ শুক্রবার উদ্ধার করেছে ডুবুরি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়েজিদ (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ জন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেঘনা নদীর নরসিংদীর সীমান্তবর্তী এলাকায় বগারগুদ গ্রামে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়। শুক্রবার সকাল ১০টার দিকে নিখোঁজ আরো ৬ জনের মরদেহ উদ্ধার করে তারা।

পুলিশ জানায়, নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের পুরাণচর থেকে ৬০/৭০ জন যাত্রী বোঝাই করে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা একই উপজেলার করিমপুর ইউনিয়নের মেঘনা তীরবর্তী বগারগোত গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি দীর্ঘপথ পাড়ি দিয়ে বগারগোত এলাকার কাছাকাছি মেঘনা তীরের অদূরবর্তী স্থানে পৌঁছার পর উত্তর দিক থেকে ধেয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। এতে নৌকাটি মেঘনা নদীতে তলিয়ে যায়। এসময় অনেক যাত্রী সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থেকে যান ৬ জন যাত্রী। আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে বায়েজিদ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেন।

পরে রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়। শুক্রবার সকাল ১০টার দিকে নিখোঁজ আরো ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সঞ্জিত সাহা/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।