মুক্তি পেলেন দুদু


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ০৭ আগস্ট ২০১৫

দীর্ঘ প্রায় ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু। শুক্রবার ১২টার দিকে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। কৃষক দলের সহ-দফতর সম্পাদক শেখ সাদী তার কারামুক্তির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যর বেঞ্চ ২০ দলের ডাকা হরতাল চলাকালে নাশকতার ৪ মামলায় দুদুর জামিন আদেশ বহাল রাখার আদেশ দেন। আপিল বিভাগের এ রায়ের পর দিনই কারামুক্ত হলেন তিনি।

এমএম/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।