ভোলায় ঝড়ে গাছ পড়ে ২ জনের মৃত্যু


প্রকাশিত: ১০:৪০ এএম, ৩০ জুলাই ২০১৫

ঘূর্ণিঝড় কোমেনের ফলে সৃষ্ট ঝড়ে বৃহস্পতিবার লালমোহনের গজারিয়ায় গাছচাপা পড়ে মনজুরা বেগম ( ৫৫) নামে এক নারী মারা গেছেন। এছাড়া বুধবার রাতে আরো একজন মারা গেছেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার।

এদিকে বৃহস্পতিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি ছিলো খুবই কম। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেলা ১১টার মধ্যে ছুটি ঘোষণা করা হয়। বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম জানান , তিনি শিক্ষার্থীদের নিরাপদে থাকার জন্য বেলা ১১ টায় ক্লাস সাসপেন্ড করে ছুটি দেন।

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার জানান, তার প্রতিষ্ঠান দুপুর ১২টায় ছুটি দেয়া হয়।

এর আগে বুধবার রাত ১০ টায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেনের সভাপতিত্বে জরুরি সভা করে ৭ উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়। মনপুরার কলাতলির চর, চরফ্যাশনের ঢাল চরসহ ১১টি চর থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে বা আশ্রয় কেন্দ্রে থাকার জন্য মাইকিং করেন সিপিপি কর্মীরা।

অমিতাভ অপু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।