ভূমিকম্পের ভয়ে তাঁবুতেই রাত কাটালেন প্রেসিডেন্ট


প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প। ভয়াবহতাও ব্যাপক। প্রায় আড়াই হাজার মানুষের প্রাণহানি। আহত প্রায় পাঁচ হাজার। এই ধরনের ভয় কার না থাকে। ভয় ছিল স্বয়ং নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদবেরও। তাই বাধ্য হয়ে রাত কাটিয়েছেন তাঁবুতেই।

বাস করেন শতবর্ষী একটি ভবনে। যদি ভেঙে পড়ে শতাধিক বছরের পুরনো এ ভবন। সেই আতঙ্কে নিরাপত্তারক্ষীকে নিয়ে তাঁবুতেই রাত কাটালেন নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদব।

উল্লেখ্য, শনিবারের রিখটার স্কেলে ৭.৯ মাত্রা ভূকম্পে নেপাল ও ভারতসহ উপমহাদেশে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নেপাল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।