বিজিপি ১৬ কোটি বাঙালিকে হাতকড়া পরিয়েছে : হাজী সেলিম


প্রকাশিত: ০৮:১৩ এএম, ২২ জুন ২০১৫

মায়ানমারের বর্ডার গার্ড অব পুলিশ (বিজিপি) বিজিবি নায়েক রাজ্জাককে হাতকড়া পরিয়ে  রেখেছে। এর মাধ্যমে দেশটি ১৬ কোটি বাঙালির হাতে হাতকড়া পরিয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম। তিনি বলেন, নায়েক রাজ্জাক কে না, ১৬ কোটি বাঙালির হাতে হাতকড়া পরিয়েছে বিজিপি।

সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

সংসদের শুরুতে হাজী সেলিম বলেন, গত বৃহস্পতিবার ১০ টায় বিজিপির একটি টহল দল বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। তারা বাংলাদেশী নৌযানে কর্তব্যরত বিজিবি নায়েক রাজ্জাককে জোর করে তুলে নিয়ে যায়। এসময় বাধা দিলে দুই দেশের বিজিবি-বিজিপির মধ্যে গোলাগুলি হয়। এতে বিজিবির সিপাহী বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। এরপর নায়েক রাজ্জাককে নিয়ে যাওয়া হয়।

হাজী সেলিম বলেন, রাজ্জাককে ফেরত না দিয়ে কোনো কূটনীতিক আলোচনা না করে, পতাকা বৈঠক না করে আটকে রাখা হয়েছে। এরপর সবশেষ বিজিপির  ফেসবুকে ৩টি ছবি আপলোড করা হয়, এর একটিতে দেখা যায় রাজ্জাকের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। আর একটিতে রাজ্জাকের পেছনে বিজিপি সদস্য দাঁড়িয়ে রয়েছে। সামনে তার (রাজ্জাক) অস্ত্র, তাকে আসামির মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। নায়েক রাজ্জাকের হাতে হাতকড়া। এটা শুধু ওনাকে (রাজ্জাককে) দাঁড় করিয়ে রাখে হয়নি, ১৬ কোটি বাংলাদেশকে আটকে রাখা হয়েছে, হাতকড়া পরানো হয়েছে।

দুই দেশের বিজিবি-বিজিপির মধ্যে সুসম্পর্ক না থাকার অভিযোগ তুলে বলেন, সীমান্তরক্ষীদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে এটা হতো না।

বিজিবি কেন এখনো নায়েক রাজ্জাককে ফেরত আনতে পারলো না প্রশ্ন রেখে বলেন, তাহলে কি বিজিবি শক্তিশালী নয়। বিজিবি যদি শক্তিশালী হতো তাহলে এটা হতো না।  

এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।