বাড্ডায় গোলাগুলিতে ২ ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৩ আগস্ট ২০১৫

রাজধানীর বাড্ডায় গার্মেন্টস ব্যবসার টাকা ভাগাভাগি দুই পক্ষের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাড্ডার আদর্শ নগরের পাশে পানির ট্যাঙ্কি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শামসুর রহমান মোল্লা ও মানিক।

পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বলেন, গুলশানের ইউনাইটেড হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি।


বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জাগো নিউজকে জানান, গোলাগুলিতে চারজন গুরুতর আহত হয়েছেন। এদের তিনজনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এবং আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ বাকি দুজন হচ্ছেন গামা ও সালাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দুজন ব্যবসায়ী। গার্মেন্টস ব্যবসার টাকা ভাগাভাগির ঘটনায় এই গুলি বিনময়ের ঘটনা ঘটেছে।


তবে এর স্পষ্ট কারণ এখনো জানা যায়নি।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।