বাড্ডায় গুলিবিদ্ধ গামার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪২ এএম, ১৪ আগস্ট ২০১৫

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামা মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল জলিল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাড্ডার আদর্শ নগরের পাশে পানির ট্যাঙ্কি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শামসু মোল্লা ও ফিরোজ আহমেদ মানিক নামে দুজন মারা যান এবং আরো চারজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ গামা ও সালামকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

## বাড্ডায় গোলাগুলিতে ২ ব্যবসায়ী নিহত
## গার্মেন্টস ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বাড্ডায় দুই খুন
## বাড্ডায় জোড়া খুন : হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ


জেইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।