বাংলাদেশের কাছে বিএসএফের ক্ষমা প্রার্থনা


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১০ জুলাই ২০১৫

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তে শুক্রবার ভোরে বাংলাদেশ ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ করায় ক্ষমা চেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে বিএসএফ।

এর আগে, ভোরে আকস্মিকভাবে বিএসএফএর হাকিমপুর ক্যাম্পের কয়েকজন সদস্য একটি স্পিডবোট ও একটি দেশি নৌকায় করে সোনাই নদীর বাংলাদেশ কূলে চলে আসে। তাদের মধ্যে দুইজন  বিএসএফ সদস্য অস্ত্র নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে উঠে গ্রামবাসীকে  কোনো কারণ ছাড়াই তাড়া করে।

গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করলে ধস্তাধস্তি ও মারামারি শুরু হয়। এতে কয়েকজন আহত হন। এক পর্যায়ে বিজিবি সদস্যরা এগিয়ে এলে  বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।
 
এ সময় একজন সদস্য তার ব্যবহৃত  ২০ রাউন্ড গুলিসহ একটি এসএলআর ও  একটি দেশি নৌকা  ফেলে রেখে যায়।
 
স্থানীয়রা জানান, গরু রাখালরা বাংলাদেশে কয়েকটি ভারতীয় গরু নিয়ে এসেছে এমন খবর পেয়ে সেগুলো ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিএসএফ বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে অতর্কিতে গ্রামবাসীর ওপর হামলা করে।
 
এ ঘটনায় মাদরা সীমান্তের কালিবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে বিজিবি ও বিএসএফএর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক বসে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩৮ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি ও ভারতীয় বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ১৫২ ব্যাটালিয়ন কমান্ডান্ট রাজেশ কুমার। পতাকা বৈঠকে বিএসএফ বিজিবির কাছে ক্ষমা প্রার্থনা করেন। এসময় জব্দকৃত অস্ত্রটিও ফেরত দেয়া হয়।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।