বাংলাদেশিদের ওপর মাশরাফির ক্ষোভ
বাংলাদেশের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফ্যান পেইজটি বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না। তার পেইজে ঢুকতে গেলে সেখানে লেখা আসছে ‘পেইজ নট ফাউন্ড’।
জানা গেছে, নাসির হোসেনের ফেসবুক ফ্যান পেইজে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মাশরাফি তার পেইজটি বাংলাদেশিদের জন্য বন্ধ করেছেন। ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে ‘কান্ট্রি রেস্ট্রিকশন’ দিয়েছেন। এর অর্থ বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহারকারী কেউই মাশরাফির পেইজে ঢুকতে পারবেন না।
রোববার সকাল ১১টার পর থেকেই তার পেইজে ঢোকা যাচ্ছে না। এর আগেও বাংলাদেশের অনেক খেলোয়াড় বিশেষ করে সাকিব আল হাসান, তামিম ইকবালের মত জনপ্রিয় খেলোয়াড়দের পেইজে আপত্তিকর মন্তব্য করেছিলেন অনেকেই।
মাশরাফি বলেন, পেইজ বন্ধ করে দিচ্ছি শুধুমাত্র নাসিরের জন্য। নাসিরের পাশে থাকার জন্য, ওই ঘটনার প্রতিবাদ হিসেবে আমি নিজের অফিসিয়াল পেইজ বন্ধ করে দিচ্ছি। ফেসবুক পেইজ খুলে যদি এমন তিক্ত অভিজ্ঞতাই হয়, দরকার নাই আমার এসব। পেইজটা যে চালায়, তাকে বলেছি বন্ধ করে দিতে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নাসির হেলিকপ্টারে নিজের গ্রামের বাড়ি রংপুর যাওয়ার পথে তার আপন ছোট বোনের সঙ্গে একটি সেলফি তুলে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে আপলোড করেন । সেখানে তিনি ছবির নিচে ক্যাপশনও দেন যে ছোটবোনের সাথে সেলফি তুলেছেন তিনি। তবু বাংলাদেশি কিছু ফেসবুকার যারা কিনা নাসিরের অনুসারী, এই ছবিটি নিয়ে কুরুচিপূর্ন ও অশ্লীল ইঙ্গিত করে মন্তব্য করতে থাকেন। এতে করে মর্মাহত হন ক্রিকেটার নাসির। সেই সঙ্গে হতাশা প্রকাশ করেন এমন জঘন্য মানসিকতার ভক্তদের জন্যও!
আরটি/এআরএস/আরআইপি