বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান স্পিকারের


প্রকাশিত: ০২:০০ পিএম, ০৫ আগস্ট ২০১৫

যে কোন ধরনের বিভ্রান্তি এড়াতে সাংবাদিকদের সতর্কতার সঙ্গে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে সংবিধান ও কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন সংসদীয় রীতি রেওয়াজ সম্পর্কে বিশেষ জ্ঞান লাভের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল তাদের কার্যক্রম স্পিকারকে অবহিত করেন। নিজেদের পেশাগত দক্ষতা উন্নয়নে তাদের নিজস্ব প্রশিক্ষণ ও অন্যান্য প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

এ সময় স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রে সংসদ সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তাই গণতন্ত্রকে সমুন্নত রাখতে সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদ সম্পর্কে যথাযথভাবে অবহিত হয়ে জনগণের কাছে সংবাদ পরিবেশন করতে হবে।

ঢাকা সাব এডিটরস কাউন্সিল কার্যনির্বাহী কমিটির সভাপতি নাছিমা আক্তার সোমা, সহ-সভাপতি কেএম শহীদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এইচএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।