বর্জ্য অপসারণ মেশিন পাবে সিটি কর্পোরেশন ও পৌরসভা


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৩ আগস্ট ২০১৫

দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার জন্য বর্জ্য অপসারণ মেশিন আনবে সরকার। ৪২০ কোটি টাকা ব্যয়ে সরকার এসব মেশিন সরবরাহ করবে। প্রকল্পের মাধ্যমে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর সক্ষমতা বাড়াতে চায় সরকার।

সূত্র বলছে, ৪ আগস্ট মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব যাচ্ছে।

পরিকল্পনা কমিশনের সূত্রটি আরো জানায়, ৪২০ কোটি টাকার প্রকল্পে সরকারের অর্থায়ন ৮৮ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৩৩১ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে মেয়াদকাল দেড় বছর। ২০১৬ সালের জুন মাসে প্রকল্পটি শেষ হবে।

প্রকল্পের উদ্দেশ্য থেকে জানা গেছে, সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর সেবা কার্যক্রমের সক্ষমতা আসবে নতুন এই প্রকল্পের মাধ্যমে। যন্ত্রপাতি আনায় বর্জ্য ব্যবস্থাপনায় উন্নতি হবে এবং এর ফলে বেসরকারি খাতের উন্নতি হবে। এছাড়া প্রকল্প অর্থ থেকে রাস্তা, কালভার্ট ও ব্রীজের উন্নতি করবে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো।

এসএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।