বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন শুরু হয়েছে : আইনমন্ত্রী


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ৩১ জুলাই ২০১৫

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কয়েক বছর আগেও দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না থাকার কারণে মানুষ মঙ্গায় অনাহারে মারা গেছে, কিন্তু বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

শুক্রবার বিকেল ৫টায় আখাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে আয়োজিত তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও অর্থনৈতিক মুক্তির যেই স্বপ্ন দেখেছিলেন। আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্নের বাস্তবায়ন শুরু হয়েছে।

বর্তমানে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সরকার দেশের তিন কোটি ৮০ লাখ টন খাদ্যের চাহিদা পূরণ করছে। এটি আওয়ামী লীগ সরকারে বিরাট একটি পাওয়া। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য।

এ সময় মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে গাছের চারা রোপনের পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, একদিন এই গাছ তোমাদের ছায়ার পাশাপাশি অর্থও দেবে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু নাসের, আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা জুয়েল রানা প্রমুখ।

আলোচনা শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ফিতা কেটে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চার শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। এবারের মেলায় ১১টি স্টল বসেছে। তিন দিনব্যাপী এই মেলা আগামী রোববার শেষ হবে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।