ফাঁসি ছাড়া অন্য রায় জনগণ মানবে না : মোজাম্মেল হক


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ২৮ জুলাই ২০১৫

মানবতা বিরোধী অপরাধে আটক বিএনপি নেতা সালাউদ্দীন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে ফাঁসি ছাড়া অন্য কোন রায় বাংলার জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত  সাকা চৌধরীর ফাঁসির দাবিতে এক মানব বন্ধনে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, যুদ্ধাপরাধীরা মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলার মানুষের উপর যে নির্যাতন চালিয়েছে তাতে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। বিচারকদের কাছে আবেদন করবো যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণিত হলে তাকে যেনো সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটাই বাংলার মানুষের প্রত্যাশা।

তিনি আরো বলেন, যুদ্ধকলীন সময়ে সালাউদ্দীন কাদের নিজে জঘন্যতম অপরাধ করেছেন এবং অন্যদের  উৎসাহ দিয়েছেন। তাই তিনি দোষী প্রমানিত হলে ফাঁসি ছাড়া অন্য কোন আদেশ দেশের মানুষ মেনে নিতে পারবে না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, ঢাকা মহানগর কমান্ডার আমির হোসেন মোল্লা, ডেপুটী কমান্ডার শহিদুল ইসলাম মোল্লা, লুৎফর রহমান,প্রমুখ।

অন্যদিকে একই দাবিতে প্রেসক্লাবের সামনে  মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এম এ করিম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।