পৃথিবীর এক তৃতীয়াংশ লোকের চোখ বাংলাদেশ-ভারত ম্যাচে


প্রকাশিত: ০৩:৩৯ এএম, ১৯ মার্চ ২০১৫

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে ব্যাট করছে ভারতীয় দল।

খেলা শুধু মাঠে নয়, উত্তাপ ছড়াচ্ছে মাঠের বাইরেও। ছড়াবেই না কেন? এই ম্যাচটিতে যে চোখ রাখছে পৃথিবীর এক তৃতীয়াংশ লোক।

পৃথিবীর অন্যতম জনবহুল দেশ ভারত। তাদের রয়েছে ১৩৮ কোটির বেশি লোক। বাংলাদেশের রয়েছে ১৬ কোটির উপরে। এই দুই দেশ মিলিয়ে প্রায় দেড়’শ কোটি লোকের আলোচনায় বাংলাদেশ-ভারত ম্যাচ। অর্থাৎ প্রত্যক্ষভাবে দেড়’শ কোটি লোক এই ম্যাচের সঙ্গে জড়িত।

এখানেই শেষ নয়, নক-আউট পর্ব হওয়ায় ভারত-বাংলাদেশ ম্যাচে চোখ রাখবে গোটা ক্রিকেট বিশ্ব। ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মোট জনসংখ্যা প্রায় তিন’শ কোটি। সে হিসেবে বাংলাদেশ-ভারতের ম্যাচটিতে চোখ রাখছে পৃথিবীর এক তৃতীয়াংশ লোক।

১৩৫টি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে গোটা বিশ্বে দেখানো হবে এই ম্যাচটি। টিভি সেটের সামনে প্রায় দুই’শ কোটি লোক এই ম্যাচটি উপভোগ করবে। এ যেন এক মহা আয়োজন।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।