পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সনাতন : আইজিপি


প্রকাশিত: ১০:৫৯ এএম, ১২ জুলাই ২০১৫

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে সনাতন বলে উল্লেখ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। রোববার দুপুরে গুলশান-২ এর পিংক সিটি শপিং মলের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
 
তিনি বলেন, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। আইজিপি আরো বলেন, ঈদে রাজধানীর মানুষ যেন সুষ্ঠুভাবে ঘরে ফিরতে পারে সেজন্য বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। ফাঁকা রাজধানীর নিরাপত্তায়ও যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
 
এর আগে আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া শপিং মলটি ঘুরে দেখেন, ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এসময় একজন বিক্রেতা চাঁদাবাজির অভিযোগ দিলে ডিএমপি কমিশনার দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
 
এসময় আরো উপস্থিত ছিলেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।

উল্লেখ্য, শনিবার চাঁদাবাজির অভিযোগে মিরপুরের শাহ্আলী থানার দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
 
জেইউ/এআর/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।