নিলয়ের জিডি না নেয়ার বিষয়টি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৭ আগস্ট ২০১৫

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম বলেছেন, ব্লগার নিলয় নিরাপত্তা চেয়ে ২টি থানায় জিডি করতে চাইলেও পুলিশ নেয়নি বলে নিহতের স্ত্রী যে দাবি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি প্রমাণিত হলে বা জিডি না নেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা পুলিশের অবহেলা থাকলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উত্তর গোড়ান এলাকায় নিজ বাসায় খুন হন নীলান্দ্রী চট্টোপাধ্যায় ওরফে নিলয়।

পরে গণমাধ্যমের কাছে নিহতের স্ত্রী আশা মনি দাবি করে বলেন, অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদ সমাবেশ করে বাড়ি ফেরার পথে দুজন নিলয়কে অনুসরণ করে। এছাড়া মোবাইলেও হত্যার হুমকি দেয়া হয়েছিল।

গত ১৫ মে রাত সাড়ে ১০টার দিকে খিলগাও থানায় নিরাপত্তা চেয়ে জিডি করতে চাইলে পুলিশ জানায়, যে এলাকায় তিনি হুমকির সম্মুখীন হন তা সংশ্লিষ্ট থানার মধ্যে পড়ে না।

পরদিন শাহজাহানপুর থানায় যাওয়া হলেও সেখানে জিডি নেয়া হয়নি। ওসির অনুপস্থিতিতে ডিউটি অফিসার জানিয়েছিলেন, তিনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় জিডি করতে হবে।

নিহত নিলয় নিজেও তার ফেইসবুক পেইজে গত ৩ মাস আগে এক স্ট্যাটাসে জানান, ‘কয়েকজন তাকে অনুসরণ করছে।’

ওই পোস্টে নিলয় জানান, ‘অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদ সমাবেশের পর বাড়ি ফেরার সময় দুজন তাকে অনুসরণ করে। পায়ে হেটে ও লেগুনায় বসে যাওয়ার সময়ও তাকে অনুসরণ করা হয়েছে। এছাড়া মোবাইলে ম্যাসেজও দিচ্ছিল ওই দুজন। এঘটনায় ভয় পেয়েছিলেন তিনি। পরে তিনি তার এক বন্ধুর সঙ্গে নিরাপদ স্থানে চলে যান।

পরবর্তীতে সংশ্লিষ্ট এক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান নিলয়। তবে সেখানে পুলিশ তার জিডি গ্রহণ করেনি। একটি থানার ডিউটি অফিসার তাকে বলেন, ‘এই ধরণের জিডি পুলিশ নিতে চায় না। কারণ ব্যক্তির নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে যে কর্মকর্তা জিডি গ্রহণ করবে তার দায়-দায়িত্ব থাকবে সেই ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য’।

নিজের ফেসবুক পোস্টে নিলয় লিখেন, ‘অনুসরণকালে অনেকগুলো থানা অতিক্রম করার জন্য গত পরশু (১৩ মে) ঘটনাস্থলের আওতায় থাকা একটি থানায় গেলে তারা জিডি নিলো না, তারা বললো আমাদের থানার অধীনে না, এটা অমুক থানার অধীনে পড়েছে ওখানে গিয়ে যোগাযোগ করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছেড়ে চলে যান।

নিলয় খুন হওয়ার পর স্ত্রী আশা মনি শুক্রবার সাড়ে সন্ধ্যা ৬টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘সেদিন পুলিশ নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে জিডি নিলে আজ আমার স্বামীকে খুন হতে হয় না’।

এব্যাপারে যোগাযোগ করা হলে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম বলেছেন, ব্লগার নিলয় নিরাপত্তা চেয়ে থানায় জিডি করতে চেয়েছিল বলে আমরা জানতে পেরেছি। তার স্ত্রী এ দাবি করেছেন।

জিডি না নেয়ার অভিযোগ অবশ্যই খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

পুলিশ জিডি নেয়নি কিংবা জিডি না নেয়ার ক্ষেত্রে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে কি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে মুন্তাসিরুল ইসলাম বলেন, ‘নিহতের স্ত্রীর অভিযোগ অনুযায়ী জিডি না নেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা পুলিশের অবহেলা প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।

জেইউ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।