নিলয়ের গ্রামের বাড়িতে শোকের মাতম


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৭ আগস্ট ২০১৫

রাজধানীর উত্তর গোড়ান এলাকায় শুক্রবার দুর্বত্তের হাতে খুন হওয়া ব্লগার নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয়ের গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পান্তাডুবি গ্রামে শোকের মাতম চলছে।

রাজধানীর উত্তর গোড়ান এলাকায় ঘরে ঢুকে নিলয়কে গলাকেটে খুন করে কয়েকজন দুর্বৃত্ত। শুক্রবার দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিলয়ের গলায় এবং ঘাড়ে ধারালো অস্ত্রের দ্বারা জখমের চিহ্ন পাওয়া গেছে।

নিহত ব্লগার নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয় পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পান্তাডুবি গ্রামের নিলাদ্রী তারাপদ চট্টোপাধ্যায়ের ছেলে। সপ্তাহ দুয়েক আগে বাড়ি থেকে ঘুরে গেছেন নিলয়।



নিলয়ের পারিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। তারা বলেন, নিলয়ের মা অপর্ণা চট্টোপাধ্যায় ছেলেকে ঢাকায় ফিরে যেতে নিষেধ করে বাড়িতে বসে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছিলেন।

একমাত্র বোন জয়শ্রী চট্টোপাধ্যায় গোপা একমাত্র ভাইয়ের শত্রুহীনতার কথা বলে হত্যাকারীদের বিচার দাবি করেন।

বোন জয়শ্রী চট্টোপাধ্যায়, মামা, এলাকাবাসীসহ অনেকে বলেন, পিঠাপিঠি ভাই-বোন তারা। নিলয় চলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করে তেজদাসকাঠি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুরে উচ্চ মাধ্যামিক শিক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। বাবা সাধারণ গৃহস্থ হলেও বাড়ির বড়রা কেউ শিক্ষক, কেউ আইনজীবী।

হাসান মামুন/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।