নিউজিল্যান্ডের সিরিজ জয়


প্রকাশিত: ০৭:৩১ এএম, ০৮ আগস্ট ২০১৫

কেন উইলিয়ামসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারী নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারনি এই ম্যাচে ৩৮ রানের জয় পায় কিউইরা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো ব্ল্যাক ক্যাপসরা।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। শুরুতেই দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম লাথামকে হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। দুই ওপেনারের বিদাইয়ের পর গাপটিলকে সঙ্গে নিয়ে অধিনায়ক কেন উইলিয়ামসন দলের হাল ধরেন।৫৬ রানের জুটি গড়ে ব্যাক্তিগত ৪২ রানে ফিরে যান গাপটিল। তবে দলের ইনিংসটাকে ভালো অবস্থায় টেনে নিয়ে যান উইলিয়ামসন। ১০৯ বলে ৯০ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি আটটি চার ও একটি ছক্কায় সাজানো। শেষদিকে গ্র্যান্ট ইলিয়টের ৩৬, জেমস নিশামের অপরাজিত ৩৭ ও নাথান ম্যাককালামের অপরাজিত ২৫ রানে ৬ উইকেটে ২৭৩ রানের বড় স্কোর পায় নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের পক্ষে গ্রায়েম ক্রেমার ৪৪ রানে ৩ উইকেট নেন।

জবাবে ইনিংসের শুরুটা ভালোভাবেই করেছিল জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ৯৭ রান করেন দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও চামু চিবাবা। চিবাবা ৩২ রানে আউট হলে এরপর নিয়মিত উইকেট হারিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজা ৭১ বলে ৭টি চার এবং ২টি ছক্কায় ৫৭ রান করেন। তাদের বিদায়ের পর এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে গেছেন শন উইলিয়ামস।কিন্তু উইলিয়ামসের ৬৩ রান জিম্বাবুয়ের হারের ব্যবধানই কমিয়েছে। ৬২ বলে ৫টি চার এবং ১টি ছক্কায় এই রান করেন তিনি। ১৪ বল হাতে থাকতেই ২৩৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন মিচেল ম্যাকক্লেনাঘান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসসন।

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।