নায়েক রাজ্জাক মুক্তি পেতে পারেন আজ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপহৃত সদস্য নায়েক আবদুর রাজ্জাক আজ (বৃহস্পতিবার) মুক্তি পেতে পারেন বলে জানা গেছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার সকালে বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশর (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বিকালে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় মিয়ানমারের সীমান্ত শহর মংডুতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষীরা উপস্থিত থাকবেন। ওই বৈঠকে নায়েক রাজ্জাককে হাজির করা হবে বলে জানিয়েছে মিয়ানমার।
আজিজ আহমেদ বলেন, নায়েক রাজ্জাককে ফেরত দেয়ার বিষয়ে মিয়ানমার থেকে বিজিপির দেয়া চিঠিতে বলা হয়েছে, বিজিবির হাবিলদার (নায়েক) রাজ্জাকের সঙ্গে তার অস্ত্র ও অন্যান্য মালামাল ফেরত দেয়া হবে। এ লক্ষ্যে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডারের মধ্যে আলোচনার জন্য মিয়ানমারের মংডুর যাওনাদিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১৭ জুন ভোরে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা নায়েক রাজ্জাককে তুলে নিয়ে যাওয়ার পরে তোলপাড় শুরু হয়। ১৮ জুন রাতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সে সময় নায়েক আবদুর রাজ্জাককে দ্রুত ফেরত দেয়ার দাবি জানানো হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান সে সময় নায়েক রাজ্জাককে ছেড়ে দেয়ার আশ্বাসও দেন।
এসকেডি/এএইচ/পিআর