দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন তামিম
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করার অবিস্মরণীয় কীর্তি গড়লেন তামিম ইকবাল। শুধু ডাবল সেঞ্চুরি করেই থেমে থাকেননি তামিম। মুশফিকুর রহিমের ২০০ রানকে টপকে তামিম করেন ২০৬ রান। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।
প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্টে ড্র করার হাতছানি বাংলাদেশের সামনে। সে লক্ষ্যে খুলনা টেস্টের পঞ্চম ও শেষ দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রথম ও দ্বিতীয় সেশনে দুবার খেলা বন্ধ থাকলেও খেলা আবার শুরু হয়েছে।
তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ড জুটিতে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২৭৩ রান। পাকিস্তানের থেকে ২৩ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তামিম ১৩৮ ও ইমরুল ১৩২ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে শনিবার শেষ দিনে ব্যাটিংয়ে নামেন তামিম ও ইমরুল।
তামিম-ইমরুল দুজনই ব্যক্তিগত ১৫০ রান পূরণ করেন। ১৫০ রান করেই ফেরেন ইমরুল। অবশ্য তার আগেই তামিমের সঙ্গে ৩১২ রানের রেকর্ড জুটি গড়েন এই বাঁহাতি। টেস্টে ক্রিকেটের ইতিহাসে কোনো টেস্টের তৃতীয় বা চতুর্থ ইনিংসে উদ্বোধনী জুটিতে এটাই সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের তৃতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ২৯০ রান করেছিলেন ইংল্যান্ডের কলিন কাউড্রে ও জিওফ পুলার।
এআরএস/আরআই