দুর্বল পররাষ্ট্রনীতির কারণে মুক্ত হচ্ছেন না রাজ্জাক : মাহবুব


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৪ জুন ২০১৫

সাত দিন অতিবাহিত হলেও সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে বিজিবি’র নায়েক রাজ্জাক মুক্ত হচ্ছেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। বুধবার জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘জনগণের সরকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজ্জাকের শৃঙ্খলিত ছবি গোটা দেশের জন্য লজ্জাজনক। বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে ২০০ বছরের ঐতিহ্যের প্রতীক। আমাদের জলসীমা থেকে বিজিবি’র নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায়। এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিজিবি কেন এত নতজানু। আবার সংসদে বলা হচ্ছে নায়ক রাজ্জাকের শৃঙ্খলিত ছবি গোটা দেশের জন্য লজ্জার।

তিনি আরো বলেন, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে গিয়ে মিয়ানমারের সাথে বৈরী সম্পর্ক তৈরী করছি কেন? একজন মহিলা সাংসদের পুত্র গুলি করে মানুষ মারে। এই ভাবে মানুষ মারা তো দাস প্রথার সময়ও হতো না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্ধুক রেখে খালেদা জিয়াকে শাস্তি দিতে চায়। তারা এখন চেষ্টা করছে বেগম খালেদা জিয়া যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। কারণ শাস্তি হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবে না।

অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আবদুল হালিম, অল কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক মো. কবিরুল হায়তার প্রমুখ বক্তব্য রাখেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।