ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রলীগকেই কথা বলতে হবে
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রলীগকেই কথা বলতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রলীগকেই কথা বলতে হবে। তাহলেই কেবল যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। এর জন্যে ছাত্রলীগকে কাজ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
মন্ত্রী বলেন, তোমরা জাতীয় রাজনীতি নিয়ে কথা বললেও ছাত্রদের স্বার্থ নিয়ে তোমাদের কথা বলতে দেখা যায় না। এটা হতাশাজনক।
তিনি বলেন, অসহনীয় যানজটের ফলে মন্ত্রণালয়ের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। যানজট সমূলে নির্মূল না হওয়ার আগ পর্যন্ত নিজেকে সফল হিসেবেও ভাবতে নারাজ সরকারের এই মন্ত্রী। যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে আপোসহীন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, সব লক্কর-ঝক্কর মার্কা যানবাহনকে সড়ক ছাড়া করতে অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, ভবিষ্যতে গাড়ি ও ড্রাইভারের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরো সতর্ক থাকতে বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে। ২২টি মহাসড়কে তিন চাকার যানবাহন নিষিদ্ধ হওয়ায় মহাসড়ক দুর্ঘটনা কমেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবীর নানক, ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, মেহেদী হাসান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ওমর শরিফ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।
এমএইচ/এসএইচএস/পিআর