জয়কে হত্যার হুমকির ঘটনায় মামলা


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ০৪ আগস্ট ২০১৫
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যার হুমকি দেয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে মামলাটি দায়ের করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জাগো নিউজকে জানান, সোমবারের ১ নম্বর মামলাটিতে জয়কে হত্যার হুমকির বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, এজাহারটি যাচাই বাছাই করা হয়েছে। তদন্তকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে কবে এবং কিভাবে তাকে হুমকি দেয়া হয়েছে এবিষয়ে এখনো জানায়নি পুলিশ। এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান মোরশেদ আলম।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।