জোড়া আঘাতে চাপে ভারত
বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ধাওয়ান-কোহলির উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ ওভার শেষে ২ উইকেটে ভারতের সংগ্রহ ৯৬ রান। রোহিত শর্মা ৪৭ আর রাহানে ১০ রান নিয়ে ব্যাট করছেন।
সাকিবের বলে আউট হওয়ার আগে শিখর ধাওয়ান ৫০ বলে ৩০ রান করেন। রুবেলের বলে আউট হওয়ার আগে কোহলি করেন ৮ বলে ৩ রান।
এর আগে ভারতীয় অধিনায়ক ধোনি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে, তাইজুল এর জায়গায় দলে এসেছেন মাশরাফি। অপরিবর্তিত রয়েছে ভারতীয় দল।
বাংলাদেশ একাদশঃ মাশরাফি মুর্তজা(অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
ভারত একাদশঃ মহেন্দ্র ধোনি(অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, মোহাম্মদ সামি, উমেশ যাদব, মোহিত শর্মা।
এমআর/এআরএস