জাতি এবার হাসিনার অব্যাহতি চায় : শাহ মোয়াজ্জেম


প্রকাশিত: ০৮:৪০ এএম, ১০ জুলাই ২০১৫

সৈয়দ আশরাফুল ইসলামের পর এবার গোটা জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অব্যাহতি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘ঈদের পূর্বেই জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মোয়াজ্জেম হোসেন বলেন, আপনারদের মনে রাখতে হবে আপনারা নির্বাচিত সরকার না। আপনাদের সরকার অবৈধ। তাই এই অবৈধ সরকার থেকে কেন আশরাফুল ইসলামকে সরিয়ে দেয়া হলো তা আপনারাই ভলো জানেন। কিন্তু আশরাফুল ইসলামকে মন্ত্রিপরিষদ থেকে বাদ দিলে হবে না, কারণ বাংলাদেশের মানুষ চায় বর্তমান সরকারের অব্যাহতি।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে পোকা-খাওয়া মন্ত্রী হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এই সরকারের মন্ত্রিপরিষদ দুর্নীতিগ্রস্ত। কারণ কামরুল ইসলামসহ মন্ত্রিপরিষদের সকল মন্ত্রী আজ দুর্নীতিবাজ। অথচ এই পোকা-খাওয়া মন্ত্রীর মন্ত্রিত্ব রেখে একজন ভালো ব্যক্তিকে শেখ হাসিনা মন্ত্রী থেকে বাদ দিয়েছেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ার মোয়াজ্জেম হোসেন বলেন, আওয়ামী লীগও এক সময় বিরোধী দলে আসতে পারে। তাই ভেবেচিন্তে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ এই ট্রাইব্যুনালেই কিন্তু তখন আওয়ামী লীগের নেতাদের বিচার করা হবে।

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার কথায় বিএনপি আরো বেশি শক্তিশালী হয়েছে। তিনি বিএনপিকে সুসংগঠিত করার জন্য নেতাদের চাপ দিয়েছেন। আর জিয়াউর রহমানের মতোই বেগম জিয়া সেদিন কথা বলেছেন।

আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ ওমর ফারুক পীর সাহেবের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়জ্জেম হোসেন আলাল প্রমুখ।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।