জঙ্গি-হারিকেন ছাড়ুন, ল্যাপটপ মোবাইল হাতে নিন : খালেদাকে ইনু


প্রকাশিত: ০২:১১ পিএম, ১২ জুলাই ২০১৫

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জঙ্গি এবং হারিকেন-কেরোসিন ছেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ল্যাপটপ-মোবাইল হাতে নেয়ার আহ্বান জানিয়েছেন। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে ডাটা সফ্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড উদ্ভাবিত ‘টিভি গাইড বাংলাদেশ’ মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ডাটা সফ্ট এর ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব জামানের সভাপতিত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান বুলবুল, এসএ টেলিভিশনের অনুষ্ঠান উপদেষ্টা খ ম হারুন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম হামিদ প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে কটাক্ষ করে খালেদা জিয়া বলেছিলেন, হারিকেন-কেরোসিন দিয়ে ডিজিটাল বাংলাদেশ হবে না। আজ সুদূর পল্লীতে যেমন বিদ্যুৎ পৌঁছেছে তেমনি অপটিক্যাল ফাইবারের পাশাপাশি ব্রডব্যান্ড এবং মোবাইলের থ্রি-জি সংযোগ পৌঁছে দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ছি। তাই, খালেদা জিয়াকে বলছি, জঙ্গি ছাড়ুন, হারিকেন-কেরোসিন ছাড়ুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ল্যাপটপ-মোবাইল হাতে নিন।’

ডাটা সফ্ট এর উদ্যোগকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে বর্ণনা করে হাসানুল হক ইনু বলেন, ‘সব রাজনীতিক দূরদৃষ্টি সম্পন্ন হয়না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দূরদৃষ্টি দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদৃষ্টি দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ছেন।’

তথ্যমন্ত্রী এসময় বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি খাতে মেধাবী জনসম্পদ গড়ে তোলা, আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগে তাল মিলিয়ে চলা, অতীতের সাম্প্রদায়িক-সামরিক জঞ্জাল ঝেড়ে ফেলা এবং জঙ্গিমুক্ত গণতান্ত্রিক সমাজ গঠনের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন।

উন্নতির জন্য প্রযুক্তির প্রাপ্যতা, নির্ভরযোগ্যতা, সহজলভ্যতা, মাতৃভাষায় বিষয়বস্তু তৈরি এবং নিরাপদ সাইবার জগৎ নির্মাণের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যুগোপযোগী সাইবার আইন ও আদালত গঠন করতে সরকার পিছপা হবে না।’

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।