চাঁদপুুরে নদী উত্তাল : সকল লঞ্চ চলাচল বন্ধ


প্রকাশিত: ০৭:০১ এএম, ৩০ জুলাই ২০১৫
ফাইল ছবি

সমুদ্রে নিম্নচাপের কারণে চাঁদপুরকেও ৭নং বিপদ সংকেতের আওতায় আনা হয়েছে। সকাল থেকেই চাঁদপুরের পদ্মা ও মেঘনা উত্তাল হয়ে উঠেছে। চাঁদপুর  থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় চাঁদপুর বন্দর ও পরিবহন কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।

লঞ্চগুলো নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে। চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান  জাগো নিউজকে জানান, চাঁদপুরকে ৭ নম্বর নৌ-বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন নৌ-টার্মিনালে উপস্থিত রয়েছেন। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সকল লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

ইকরাম চৌধুরী/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।