গ্রামের মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসা পাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১০ জুলাই ২০১৫
ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশ। দেশের মানুষের মৌলিক অধিকার ভাত ও কাপড়ের নিশ্চয়তা দেয়া হয়েছে। গ্রামের মানুষ এখন ঘরে বসেই উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছে। এছাড়া সার, বীজসহ অন্যান্য কৃষি সরঞ্জাম সহজলভ্য হয়েছে। কমেছে শিশু ও মাতৃমৃত্যুর হার।

তিনি বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কারণে গ্রামগঞ্জের মানুষ এখন আর না খেয়ে থাকে না। ধারাবাহিকভাবে ও মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের এবং সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। এজন্য তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।  

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে ইফতার পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগ এ ইফতারের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে। সরকার আশা করে সে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ নিয়ে দেশের গণতন্ত্র চর্চা অব্যাহত রাখবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, জনগণই ক্ষমতার উৎস। নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতা বদল হতে হবে। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার পথ বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ একটি নির্বাচন মুখী রাজনৈতিক দল। নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে। ২০১৯ সালে আবারো নির্বাচন হবে। জনগণ যে দলকে ভোট দেবে সে দলই ক্ষমতায় যাবে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে দলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, সিনিয়র নেতা সিরাজুল ইসলাম খান, কেএম হোসেন আলী হাসান, এ্যাডভোকেট বিমল কুমার দাস, এ্যাডভোকেট আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল গ্রামে ৩৮০ পরিবারের মধ্যে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

বাদল ভৌমিক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।